Facebook blocked my website, how to get it back |ফেসবুক ওয়েবসাইট ব্লক করে দিলে, কিভাবে আনব্লক (Unblock) করতে হয়
Facebook blocked my website, how to get it back | ফেসবুক ওয়েবসাইট ব্লক করে দিলে, কিভাবে আনব্লক (Unblock) করতে হয়
আজকের যুগে একজন ব্যবসায়ী বা ব্লগারারের (Bloggerer) প্রয়োজনীয় হল তার ওয়েবসাইট বা ব্লগ। আর দ্রুত তাঁর প্রতিভাকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার উপায় হল পৃথিবীর মুখপাত্র ফেসবুক (Facebook)।
সোশাল মিডিয়াতে (social media) কনটেন্ট শেয়ার করার প্রবণতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। সোশাল মিডিয়া গুলির মধ্যে অন্যতমতম হল ফেসবুক (Facebook)। কি ঘটে যদি ফেসবুকের মতো বৃহৎ এবং জনপ্রিয় প্রতিষ্ঠান আপনার ওয়েবসাইট ব্লক করে দেয়।
যদি এরকম কিছু ঘটে তাহলে আপনি আপনার কনটেন্টকে (content) ফেসবুক এ শেয়ার করতে পারবেন না।
ফেসবুক (Facebook) দ্বারা ব্লক করা ওয়েবসাইট কে আনব্লক (Unblock) করার নিয়ম :
ফেসবুক ইউআরএল (URL) ডিবাগার (Debugger) টুল ব্যবহার করে
প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে ফেসবুক আপনার ওয়েবসাইট ব্লক করেছে, এর জন্য আপনাকে ফেসবুক ডিবাগার টুল (Facebook debugger tool) ব্যবহার করতে হবে। লিঙ্ক - https://developers.facebook.com/tools/debug/
এরপর আপনাকে আপনার ওয়েবসাইটের URL লিখতে হবে
এরপর আপনাকে আপনার ওয়েবসাইটের URL লিখতে হবে
যদি আপনার ওয়েবসাইট ব্লক হয়ে থাকে তাহলে নিচের মতো দেখাবে।
এরপর আপনার ওয়েবসাইটকে আনব্লক (Unblock) করার জন্য ফেসবুককে রিপোর্ট করতে হবে। ফেসবুকের সাথে যোগাযোগ করা খুবই কঠিন, আপনি সহজেই রিপ্লাই পাবেন না।
ওয়েবসাইট আনব্লক করার জন্য ফেসবুকের সাথে বিভিন্ন উপায় যোগাযোগ করার চেষ্টা করতে হবে। এখানে কতকগুলি উপায় দেখানো হয়েছে।
Erro মেসেজটির পাশেই রিপোর্ট করার জন্য একটি লিঙ্ক রয়েছে।
এই লিঙ্কে ক্লিক করলে একটি রিপোর্ট ফর্ম খুলবে এরপর এই ফর্ম এ আপনার সমস্যা জানাবেন।
কিভাবে রিপোর্ট লিখবেন ও জমা দেবেন
উক্ত ফর্মটিতে আপনি আপনার সমস্যা লিখবেন। আপনার মতো করে অথবা আমার মতো ফরম্যাটে লিখতে পারেন।
ছবিটিতে ক্লিক করুন ভালো করে দেখতে পাবেন
এটা হচ্ছে ফেসবুক এ করা একটি রিপোর্ট যেটি ফেসবুক হয়তো দেখবে। কিন্তু এটি হল একটি সঠিক পথ। আনব্লক করার জন্য কিছু সময় পর পর রিপোর্ট করতে হবে, এবং বন্ধুদের দিয়েও রিপোর্ট করাতে পারেন যে উক্ত লিঙ্কটি তারা ফেসবুক এ শেয়ার করতে পারছেন না।
ফেসবুক থেকে যোগাযোগ করা সহজ নয়, তাই আপনার ওয়েবসাইট আনব্লক করার দিকে ফেসবুকের যাতে দৃষ্টি আকর্ষণ হয়, তার জন্য বারবার চেষ্টা করে যেতে হবে।
Comments
Post a Comment